ডেঙ্গু রোগের লক্ষণ ও প্রতিকার
ডেঙ্গু মশা কামড়ালে কি হয় এটা নিয়ে হয়তো আপনি অনেক খোঁজাখুঁজি করছেন কিন্তু সঠিক তথ্য খুঁজে পাচ্ছেন না। চিন্তার কোন কারণ নেই আমি আজ এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সম্পূণ বিষয়গুলো ভালোভাবে মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইল।এদিকে দেশে দিন দিন বেড়েই
চলেছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এটিই এ বছরের একদিনের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে চলতি বছর সারা দেশে ডেঙ্গুতে মোট ৭৩ জনের মৃত্যু হলো।
ভূমিকা
সাধারনভাবে ডেঙ্গুর লক্ষণ হচ্ছে জ্বর। ডেঙ্গুর অন্যতম লক্ষণ শরীরে ব্যথা।শরীর ঠান্ডা হচ্ছে মনে হতে পারে। ডেঙ্গু হলে ওষুধ হিসেবে শুধু প্যারাসিটামল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। ডেঙ্গু হলে চিকিৎসকরা বেশি বেশি তরল খাবার খাওয়ার পরামশ দিচ্ছেন। বর্তমানে রাজধানী সহ সারাদেশে বেড়েছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। বর্ষাকালে বেড়েছে ডেঙ্গু জ্বরের আতঙ্ক।ডেঙ্গু জ্বরের লক্ষণ
- উচ্চ জ্বর ( 40°C/104°F)
- তীব্র মাথার যন্ত্রণা
- চোখের পিছনে ব্যথার অনুভূতি
- মাংসপেশি এবং অস্থি সন্ধি (bone) তে যন্ত্রণা
- বমিভাব
- মাথাঘোরা
- গ্রন্থি ফুলে যাওয়া
- ত্বকে বিভিন্ন স্থানে ফুসকুড়ি
ডেঙ্গু জ্বর কত দিন থাকে
সাধারণত এডিস মশা কামড়ানোর পাঁচ থেকে সাত দিন মধ্যে আক্রান্ত ব্যাক্তির জ্বর আসে।আর এই জ্বর থাকে পাঁচ থেকে ছয় দিন পযন্ত। ডেঙ্গু হলে ওষুধ হিসেবে শুধু প্যারাসিটামল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। অনেকে না জেনে শরীরের বিভিন্ন অংশের তীব্র ব্যথা কমানোর জন্য ব্যথানাশক ওষুধ খেয়ে থাকেন। এক্ষেত্রে বিপদ ঘটতে পারে বলে শতক করছেন চিকিৎসকরে। বরং এক্ষেত্রে চিকিৎসকরা বেশি বেশি তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন। যেম্ন- ভাতের মাড়, স্যালাইন, ডাবের পানি, স্যুপ, ফলের রস, লেবুর পানি ইত্যাদি।এইসব তরল খাবার চিকিৎসকরা বেশি বেশি খাওয়াতে বলে যাতে রোগী তাড়াড়ি সেরে উঠতে পারে।
ডেঙ্গু রোগের প্রতিকার
ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এই মশা সাধারণতঃ ভোরবেলা থেকে সন্ধ্যার পূর্বে কামড়ায়। বর্ষার সময় সাধারণত এ রোগের আক্তান্ত হয় বেশি মানুষ। এডিস মশার বংশ বৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ করা যায়। আপনার ঘরে এবং আশেপাশে যে কোন জায়গায় পানি জমতে না দেয়া। ফলে এডিস মশার লার্ভা জন্মাতে পারবে না। ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টনের কৌটা, ডাবের খোসা/নারিকেলের মালা, কন্টেইনার, মটকা, ব্যাটারী শেল ইত্যাদিতে এডিস মশা ডিম পাড়ে। কাজেই এগুলোর বর্জ্য পরিষ্কারের ব্যবস্থা নেয়া।
শিশুর ডেঙ্গু রোগের লক্ষণ ও প্রতিকার
বড়দের চাইতে শিশুদের জ্বর বেশি হইয়ে থাকে। ঢাকা শিশু হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ সার্জন ডা. এস এম নাজমুল ইসলাম জানালেন, ডেঙ্গুর সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে অতিরিক্ত জ্বর থাকা। সাধারণত ১০৩ বা ১০৪ ডিগ্রি পর্যন্ত জ্বর উঠে যেতে পারে শিশুর। পাশাপাশি শিশুর শরীর ব্যথা থাকতে পারে। আরেকটি বড় লক্ষণ হচ্ছে এই জ্বরে কোনও ধরনের ঠান্ডা লাগা কিংবা কাশি থাকবে না। জ্বরের পাশাপাশি বমি বমি ভাব, পাতলা পায়খানা থাকতে পারে শিশুর। জ্বর পরবর্তী সময়ে শরীরে লালচে র্যাশ ওঠাও ডেঙ্গুর অন্যতম লক্ষণ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url