ফাউমি মুরগির ওষুধের তালিকা- রোগ ও চিকিৎসা পদ্ধতি

খাউমি মুরগি পালন অন্যান্য মুরগির তুলনায় সহজ।সাধারণভাবে ফাউমি মুরগির ব্যবসা হল একটি লাভজনক ব্যবসা। প্রাকৃতিকভাবে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি কিন্তু এদের কিছু কমন রোগ আছে। যেমন রানীক্ষেত গামবোরা ,ফাউল পক্স,রক্তা আমাশ্য,বা ককসিডিওসিস,কৃমির সংক্রমণ ফাউল কলেরা এই রোগ ভাউমি মুরগিতে দেখা যায় সাধারণত বাচ্চা বয়সে ফাওমি মুরগির মৃত্যুর হার একটু বেশি। কিন্তু বাচ্চা বয়সে সঠিকভাবে যত্ন নিলে ফাওমি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।


 রোগ ও চিকিৎসার পদ্ধতি নিচে দেওয়া হল।যেকোনো এন্টিবায়োটিক ব্যবহারের পূর্বে ডাক্তারের পরামর্শ নিতে হবে। ফাউমি মুরগির ওষুধের তালিকা অবশ্যই ভাউমি মুরগিকে টিকা প্রদান করতে হবে।যেকোনো এন্টিবায়োটিক ব্যবহারের পূর্বে ডাক্তারের পরামর্শ নিতে হবে। নিয়মিত ভাবে ফাউমি মুরগিকে বেশ কিছু ভিটামিন দেওয়া যেতে পারে এতে মুরগির ডিমের উৎপাদন ভালো হবে মুরগির ভ্যাকসিন সিডিউল নিচে দেওয়া হল।


ভূমিকা

ফাউমি মুরগির রোগ ও চিকিৎসা ফাউপি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হলেও বেশকিছু রোগে আক্রান্ত হতে পারে।সাধারণত এই রোগগুলি কমন কিছু উপসর্গ ফাউমি মুরগির মধ্যে প্রকাশ পায়।যেমন মুরগির ঝিমে থাকা, সাদা পাতলা পায়খানা কর্‌ মাথার ঝুঁটি শুকিয়ে যাওয়া, দুর্বল বা নিস্তেজ হয়ে পড়া ইত্যাদি লক্ষণ দেখা যায়।নিচে মুরগীর কিছু রোগ ও এর চিকিৎসা নিয়ে আলোচনা করা হলো।


ফাওমি মুরগির ওষুধের তালিকা

বয়স বা দিন ঔষধের নাম

প্রথম দিন লাইসভিট বা গ্লুকজ
২ থেকে ৪ দিন টানা এমক্সাসিলিন
৩ থেকে ৫ দিনের ভিতর আইবি+এনডি লাইভ ভ্যাক্সিন
১০ থেকে ১২ দিনের ভিতর গমবোরো লাইভ ভ্যাক্সিন
১২ থেকে ১৪ দিন লিভারটনিক ও ভিটামিন
১৮ থেকে ২২ দিনের ভিতর গমবোরো লাইভ ভ্যাক্সিন
২৪ থেকে ২৬ দিন এনডি লাইভ ভ্যাক্সিন
২৪ থেকে ২৬ দিন এম্প্রেলিয়াম+সিপ্রে
৩০ তম দিন ফাউল পক্স ভ্যাক্সিন


 ফাউমি মুরগির ভ্যাকসিনের সিডিউল


ঔষধের নাম সাপ্তাহিক প্রয়োগ মাত্রা
এডি৩ই সপ্তাহে দুইদিন ২ লিটার
লিভির সপ্তাহে একদিন সকালের পানিতে ৩ লিটার পানিতে ১মিলি
ই-সেল এক সপ্তাহ অন্তর পরপর দুইদিন ২ লিটার পানিতে ১ মিলি
জিংক সপ্তাহে একদিন সকালের পানিতে ১ লিটার পানিতে ১ মিলি
ক্যালসিয়াম সপ্তাহে একদিন বিকেলের পানিতে ১ লিটার পানিতে ১মিলি





 রানীক্ষেত রোগ
 রানীক্ষেত একটি ভাইরাস জনিত মারাত্নাক সংক্রমণ রোগ। যা মূলত নিউক্যাসল ডিজিজ ভাইরাস (এনডিভি ) দ্বারা সংক্রমণ হয়। এটি প্রাথমিকভাবে তীব্র শ্বাসযন্ত্রের রোগ হিসাবে দেখা দেয়। তবে ঝিমান,দুর্বলতা এবং ডায়রিয়ার মত লক্ষণসমূহ দেখা যেতে পারে।

 গামবোরা  রোগ

গামবোরো  একটি ভাইরাস জনিত রোগ। এটি মুরগির লসিকা বারসাকে আক্রান্ত করে। একে ইনফেকসাস বারসাল ডিজিজ বলা হয়। 

ফাউল পক্স 



 রক্ত আমাশয় বা ককসিডিওসিস


 কৃমি সংক্রমণ

ফাউল কলেরা

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url