বাংলা আর্টিকেল সাইট এবং বাংলা আর্টিকেল লিখার ১০টি নিয়ম

বাংলা আর্টিকেল লেখার নিয়ম ফলো করে যদি আপনি ব্লগ ওয়েবসাইটে নিয়মিত আর্টিকেল পাবলিক করতে থাকেন তাহলে অবশ্যই আপনি একদিন গুগল এডসেন্স অ্যাপ্রভাল পেয়ে যাবেন। বর্তমান সময়ে অনেকেই বাংলা আর্টিকেল লিখে মাসে অনেক টাকা ইনকাম করে থাকে। তবে আপনার যদি লেখালেখির অভ্যাস এবং লেখার ধৈর্য থাকে তাহলে কেবলমাত্র এই সেক্টরে আসা উচিত। 

কেননা প্রতিনিয়ত আপনাকে বাংলা আর্টিকেল সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এবার বাংলা আর্টিকেল লেখার নিয়ম a to z জানতে হবে। আজকে এই আর্টিকেলে আমরা উক্ত বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করব। এই পোস্টে আলোচ্য বিষয়টি ব্যতীত আরও যে সকল বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন সেগুলো হল বাংলা আর্টিকেল সাইট এবং ব্লগ লেখার নিয়ম সম্পর্কে

আর্টিকেল রাইটিং কি  

কনটেন্ট রাইটিং এর একটি পাট আর্টিকেল রাইটিং। কোন নির্দিষ্ট বিষয় সম্পর্কে জানার জন্য আমরা কোন বই, পত্রিকা, ম্যাগাজিন অথবা অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে যে লেখা বা টেক্সট, অডিও, ভিডিও, ইমেইজব পরি ও দেখি সেগুলো হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট অনলাইন বা অফলাইন দুই ধরনের হতে পারে। অনলাইনে কন্টেন্ট গুলোকে ডিজিটাল কন্টেন্ট বলা হয়। ডিজিটাল কন্টেন্ট গুলোর মধ্যে রয়েছে- 
  • টেক্সট কন্টেন্ট ( আর্টিকেল) 
  • ভিডিও কন্টেন্ট 
  • অডিও কন্টেন্ট 
  • ছবি/ ইমেজ ইত্যাদি। 
কথা হোক আর্টিকেল রাইটিং নিয়ে? কোন নির্দিষ্ট বিষয় সম্পর্কে সাজিয়ে গুছিয়ে তথ্য বহুল কোনো টেক্স কন্টেন্ট লেখার যাবতীয় কার্যক্রমকেই বলা হয় আর্টিকেল রাইটিং। এগুলো সাধারণত সংবাদপত্র, ম্যাগাজি্‌ অনলাইন নিউজপোর্টাল অথবা ব্লগে প্রকাশের উদ্দেশ্যে লেখা হয়। আর্টিকেল ব্যপক অডিয়েন্সের জন্যই লিখা হয়।
 এখানে পাঠকদের মনোযোগ আকর্ষণ ও শেষ অবধি ধরে রাখা গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো সাধারণত একটি আকর্ষণীয় বা বিনোদনমূলক পদ্ধতিতে লিখতে হয়। এটি ফরমাল বা ইনফরমাল উভয়ই হতে পারে। আরটিকেলের মধ্যে বিভিন্ন মতামত এবং চিন্তা, সেইসাথে তথ্য অন্তর্ভুক্ত থাকে।

বাংলা আর্টিকেল লেখার নিয়ম  

একটি ভালো আর্টিকেল লেখার নিয়ম সাধারণত নিম্নলিখিত মানদন্ড অনুসারে হয়ে থাকে। আসুন তাহলে জেনে নেওয়া যাক কি সেই নিয়মগুলি। আমি আপনাদের মাঝে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব। বাংলা আর্টিকেল এবং ইংরেজি আর্টিকেল লিখে মাসে লাখ টাকা আয় করা সম্ভব শুধু আর্টিকেলই নয় ফেসবুকের মাধ্যমেও আয় করা সম্ভব।

 সঠিক নিয়মে আর্টিকেল লিখে ফ্রিল্যাসিং করলে মাসে লক্ষাধিক টাকা ইনকাম করা সম্ভব। কোনো আর্টিকেল লেখার ক্ষেত্রে প্রথম ধাপ কোনটি, কোন আর্টিকেল লেখার ক্ষেত্রে প্রথম ধাপ হচ্ছে বিষয় নির্বাচন করা, এবং কিওয়ার্ড রিসার্চ করা। নিচে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করলাম। যেমনঃ 
  • বিষয় নির্বাচনঃ প্রথমে আপনার আর্টিকেল বিষয় নির্বাচন করতে হবে। এবং এটি আপনার লেখার আঁধার হবে এবং আপনার লেখার উদ্দেশ্য স্পষ্ট করে ফুটিয়ে তুলবে। এটিই হচ্ছে কোন আর্টিকেল লেখার ক্ষেত্রে প্রথম ধাপ। 
  • শীর্ষক আর শুরুঃ একটি স্পষ্ট এবং আকর্ষণীয় শীর্ষক নির্বাচন করুন, এবং লেখার শুরুতে আপনার আর্টিকেলের পুরো তথ্য এমন ভাবে উপস্থাপন করুন যেন এই শীর্ষক তিন থেকে চার লাইনের মধ্যেই শেষ হয়ে যায়। যার ফলে পাঠক বৃন্দ আপনার পুরো আর্টিকেলের ব্যাপারে একটি স্পষ্ট ধারণা অর্জন করতে পারে। 
  • প্রধান বিষয় প্রদর্শন করাঃ প্রধান বিষয়ে প্রধান অনুচ্ছেদ ব্যবহার করুন এবং আরও বিস্তারিত প্রকাশের জন্য অন্যান্য অনুচ্ছেদ ব্যবহার করতে পারেন। এতে করে আপনার আর্টিকেলটি হয়ে উঠবে আরো আকর্ষণীয়। 
  • প্রাথমিক ধারনাঃ লেখা শুরুর অংশে পাঠকদের আগে ধারনা দিতে হবে লেখার বিষয়ে, যাতে পাঠকগণ পিরো সময় জুড়ে আপনার আর্টিকেলটি পড়ে। 
  • প্রমাণ সরকারি তথ্য প্রদান করাঃ আপনি যে বিষয়ে লিখছেন, লেখার সাথে সম্ভব হলে কোন প্রমাণ যুক্ত করে দিবেন। এবং অবশ্যই তা সঠিক তথ্য বহুল হতে হবে। প্রমাণসহ তথ্য দিলে পাঠকদের আপনার লেখার প্রতি আগ্রহ বৃদ্ধি করা সম্ভব হবে।
  • লেখার কৌশলঃ আপনার লেখা উপযুক্ত এবং স্পষ্ট হতে হবে অবশ্যই।লেখার ভাষা সহজ এবং সহজে বোধগম্য যেন হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
  • লেখার মধ্যে ধারণা প্রকাশ করাঃ প্রত্যেকটি লেখার মধ্যে বা লেখার ধারণার মধ্যে প্রমাণ সহ কিছু উপস্থাপন করে দেওয়ার চেষ্টা করবেন। একটা জিনিস মাথায় রাখবেন আপনার লেখা যত সম্পূর্ণ ও স্বাভাবিক হবে আপনার আর্টিকেল ততো বেশি ভালো হবে। 
  • সংক্ষেপণ এবং পরিষ্কারতাঃ যে কোন বিষয়ে অথবা যে বিষয়ে আপনার আর্টিকেল লিখছেন মনে রাখবেন সংক্ষেপে লেখার বা উপস্থাপনা ভ্যালুয়েশনটা বেশি থাকে। চেষ্টা করবেন সংক্ষেপে লেখা এবং উপস্থাপনা করার এবং অবশ্যই পরিষ্কারভাবে বুঝানো। 
  • ক্রটি পরিহারঃ লেখার শেষে নিজের লেখা পড়ে যাচাই করে দেখবেন, এবং নিশ্চিত হতে হবে যে আপনার লেখায় কোন ক্রটি নেই। কারণ ভুল ক্রটি হলে আর্টিকেলের মান নষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করবেন একটি বানান ও যেন ভুল না হয়। 
  • আর্টিকেলে পয়েন্ট ব্যবহার করাঃপ্রতিটি পয়েন্টের মধ্যে যথার্থ ধারণা এবং আলাদা আলাদা ধারণা উপস্থাপন করতে হবে। খেয়াল রাখবেন পয়েন্ট বলতে আমি বুঝিয়েছি, সাধারণত পরীক্ষায় হলে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে আমরা যেই পয়েন্ট ব্যবহার করি সেগুলো আর্টিকেলের ক্ষেত্রে ঠিক তাই আপনি পাঁচ থেকে সাতটা পয়েন্ট ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আপনার আর্টিকেলটি দেখতে সুন্দর লাগবে। 
  • বানান সঠিক রাখাঃ আপনার আর্টিকেল লেখা হয়ে গেলে, পুরো আর্টিকেল একবার ভালো করে চেক করে নিবেন যে কোথাও বানান ভুল হয়েছে কিনা। কেননা একটা ছোট বানানো এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়মের বাইরে চলে যেতে পারে। 

আর্টিকেল লেখার প্রথম ধাপ  

কোন মানসম্মত আর্টিকেল লেখার ক্ষেত্রে প্রথমেই যে জিনিসটি আমাদেরকে ভাবতে হবে। সেটি হচ্ছে বিষয় নির্বাচন করতে হবে ও সে বিষয়ে নিয়ে গবেষণা করতে হবে। যদি আমরা এগুলো সঠিকভাবে করতে পারি তাহলে অবশ্যই মানসম্মান আর্টিকেল লিখে আমরা ভালো মানের টাকা আয় করতে পারবো।
 আসুন আমরা জেনে নেই, কোন মানসম্মত আটিকেল লেখার ক্ষেত্রে প্রথম ধাপ কোনটি সে সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো যেমনঃ 
  • আপনার জ্ঞান ও আগ্রহের সাথে সম্পর্কিত বিষয় নির্বাচন করুন। 
  • পাঠকদের আগ্রহ কাড়তে পারে এমন বিষয় নির্বাচন করুন। 
  • যে বিষয়ে পর্যাপ্ত তথ্য পাওয়া যাবে এমন বিষয় নির্বাচন করুন।
  • বিভিন্ন বিশ্বস্ত উৎস থেকে তথ্য সংগ্রহ করুন। 
  • বই, জার্নাল, ওয়েবসাইট সাক্ষাৎকার ইত্যাদি ব্যবহার করে তথ্য সংগ্রহ করতে পারেন। 
  • তথ্যের সত্যতা যাচাই করুন। 
  • বিচ্ছিন্ন দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানুন। 
  • এই দুইটি ধাপ সম্পন্ন করার পর, আপনি আর্টিকেল লেখার প্রস্তুতি নিতে পারবেন। 
  • আটিকেল লেখার সময় নিম্নলিখিত বিষয়গুলো মাথায় রাখা উচিত। 
  • স্পষ্ট ও সংক্ষিপ্ত ভাষা ব্যবহার করুন। 
  • শিরোনাম ও উপশিরোনাম ব্যবহার করে আর্টিকেলকে গঠন দিন। 
  • গুরুত্বপূর্ণ তথ্য হাইলাইট করুন। 
  • উদাহরণ, চিত্র ও গ্রাফ ব্যবহার করে আর্টিকেলকে আকর্ষণীয় করুন।
  • শব্দ বিন্যাস ও ব্যাকরণ এড়িয়ে চলুন। 
  • পাঠকদের জন্য একটি স্পষ্ট সমাপ্তি প্রদান করুন।
  •  এই বিষয়গুলো মেনে চললে আপনি একটি মানসম্মত আর্টিকেল লিখতে পারবেন।
  •  আর্টিকেল লেখার আগে অবশ্যই একটি সুন্দর পরিকল্পনা করতে হবে। 
  • প্রথম খসড়া লেখার পর আর ও সম্পাদনা করুন।
  •  অন্যদের মতামত নিন। 
  • নিয়মিত অনুশীলন করুন। 
উপরে যে তথ্যগুলো দেওয়া হয়েছে এগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন। তাহলে অবশ্যই আপনি একটি মানসম্মত আর্টিকেল লিখতে পারবেন এবং সেখান থেকে ভালো মানের টাকা আয় করতে পারবেন। 

বাংলা আর্টিকেলকে আরো প্রফেশনাল করার উপায় 

লেখার প্রথমেই বলে নিচ্ছি, আর্টিকেল লেখা সহজ কোনো কিছু না। অনেকেই মনে করে ভালো গ্রামার জানলে আর ইংরেজি ভোকাবুলারি ভালো হলেই আর্টিকেল লেখা যায়। আসলে কিন্তু তা না। আর্টিকেল লেখা এক ধরনের আর্টের মতো সবাই তা পারে না। আর্টিকেল লিখতে হলে কিছু তথ্য ভালো মতো জানা দরকার যেমন 

  • আর্টিকেল রাইটার হতে হলে প্রথমেই আপনাকে প্রচুর পরিমাণ রিসার্চ করার মানসিকতা তৈরি করতে হবে। রিচার্জ করতে না পারলে কখনোই আপনি একটা ভালো ইনফর্মেটিভ আর্টিকেল লিখতে পারবেন না। রিসার্চ করা বলতে বোঝাচ্ছি, আপনি যেই টপিকটা নিয়ে লিখতে চাচ্ছেন, সেটা সম্পর্কে আগে রিসার্চ করে ভালো করে জানুন। তারপর ওই টপিকটার উপর একটা পূর্ণাঙ্গ ইনফর্মেশনে ভরা আর্টিকেল লিখে ফেলুন। এতেই ভিজিটররা আপনার আর্টিকেল থেকে ভ্যালু পাবে। 
  • অনেক বেশি বেশি প্রুন। যত বেশি পড়বেন, ততো বেশি আপনার ভালো লিখতে পারার দক্ষতা বাড়বে। শুধু বই পড়ার কথা বলছি না, ইন্টারনেটের প্রত্যেকটা টপিকের উপর হাজার হাজার আর্টিকেল, ব্লগ পোস্ট আছে। আপনি যেই বিষয়ে ইন্টারেস্টেড, সে বিষয়ের আর্টিকেল, ব্লগ পোস্ট পড়া শুরু করুন। এতে আপনার ভোকাবুলারি বাড়বে না, আপনি কিভাবে ইন্টারেস্টিং ওয়েতে লিখতে হয় তাও শিখতে পারবেন। 
  • ইংরেজির উপর ভালো দখল থাকা একজন রাইটারের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনি যতই সুন্দর করে একটা কিছু লিখতে পারেন না কেন ইংরেজি ভালো না জানলে তা দিয়ে কিছুই হবে না। ইংরেজি ভালো ভাবে শিখার জন্য যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে তা হলো প্রচুর পরিমাণে ইংলিশ মুভি, সিরিজ এগুলো দেখা শুরু করুন। 
  • একটা রিসেন্ট স্টাডিতে দেখা গিয়েছে, অধিকাংশ প্রফেশনার আর্টিকেল রাইটার সকালে আর্টিকেল লিখে থাকেন। একটা ফ্রেশ ঘুমের পর সকাল বেলায় আপনার ব্রেইন ঠান্ডা থাকে, মন চাঙ্গা থাকে, তাই খুব তাড়াতাড়ি আর্টিকেল লেখার আইডিয়া পাওয়া যায়। আপনি সকালে আর্টিকেল লেখার ট্রাই করে দেখতে পারেন।
  • আর্টিকেল যতটা সম্ভব সিম্পল রাখুন। কঠিন কঠিন কোন শব্দ ব্যবহার করবেন না, আমরা দৈনন্দিন জীবনে যে সব শব্দ ব্যবহার করি সেগুলা দিয়েই আর্টিকেল লিখবেন। কোনো বাক্য খুব বেশি বড় করার দরকার নেই। ছোট ছোট সিম্পল বাক্য বেশি বেশি ব্যবহার করার চেষ্টা করবেন কমপ্লেক্স সেন্টেন্স যত কম পারা যায় ব্যবহার করবেন। 

লেখকের মন্তব্য 

বন্ধুগণ আমরা আজকের এই আর্টিকেলের বাংলা আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে অনেক তথ্য জ্ঞাপন করতে পারলাম।আশা করি আপনারা বাংলা আর্টিকেল সাইট গুলো সম্পর্কেও অবগত হতে পেরেছেন। প্রিয় পাঠক আপনি যদি একটি টার্গেট সিলেক্ট করেন অথবা আগামী কয়েক মাস আর্টিকেল রাইটিং সম্বন্ধে জানবেন এবং তারপরে নিজস্ব ওয়েবসাইট ক্রিয়েট করে আর্টিকেল পাবলিশ করবেন।

 সে ক্ষেত্রে আপনার যদি কোন রকম ইনফরমেশন এর প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা সবসময় চেষ্টা করি আমাদের আর্টিকেলটি তথ্য হিসেবে পাবলিশ ক্থ্য। আমরা কিভাবে তথ্যসমৃদ্ধ আর্টিকেলগুলো তৈরি করে থাকি সেগুলো জানতেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
 
আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যদি আপনার আর্টিকেলটি এতটুকুও ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url